Remember !

"Justice Delayed Justice Denied"

Tuesday, 25 November 2014

দেনমোহর স্তীর বিশেষ অধিকার



দেনমোহর কি ?
দেনমোহর হল কিছু টাকা বা অন্য কিছু সম্পওি যা বিয়ের প্রতিদানস্বরুপ স্তী স্বামীর কাছ থেকে পাওয়ার অধিকারী ।

দেনমোহর নির্ধারন পদ্বতি :
বর ও কনের দিক বিবেচনা করে দেনমোহর নির্ধারিত হয় । দেনমোহর কত হবে তা নির্ণয়কালে স্তীর পিতার পরিবারের অন্য মহিলা সদস্যদের ক্ষেএে যেমন স্তীর বোন, খালা, ফুফুদের ক্ষেএে দেনমোহর কত ছিল তা বিবেচনা করা হয় । তাছাড়া স্তীর পিতার আর্থ সামাজিক অবস্হানের ভিওিতে দেনমোহর নির্ধারন করা হয় । অপরদিকে বরের আর্থিক ক্ষমতার দিকও বিবেচনায় রাখা হয় । এসব দিক বিচার বিবেচনা করেই মূলত দেনমোহর নির্ধারন করা হয় । কিন্তু কোনো অবস্হাতেই স্বামী ন্যূনতম ১০ দিরহাম বা সমপরিমান অর্থ অপেক্ষা কম নির্ধারন করতে পারবেন না ।

দেনমোহরের প্রকার ভেদ :

দেনমোহর বাবদ দেয় অর্থ দুই ভাগে বিভক্ত
১ . তাৎক্ষণিক দেনমোহর : তাৎক্ষণিক দেনমোহর স্তী চাওয়ামাএ স্বামী পরিশোধ করতে বাধ্য থাকে । এ ক্ষেএে স্তী দেনমোহর না পাওয়া পর্যন্ত স্বামীর সঙ্গে বসবাস ও দেহমিলনের সুযোগ দিতে অস্বীকার করতে পারেন ।
২ . বিলম্বিত দেনমোহর : দেনমোহরের যে অংশটুকু স্বামীর মৃত্যুর পর কিংবা স্বামী স্তীর মধ্যে বিয়ে বিচ্ছেদ বা তালাকের পর স্তী পেয়ে থাকে ।





দেনমোহর আদায়ের আইন অধিকার :

তালাকের মাধ্যমে বিয়ে বিচ্ছেদ বা স্বামীর মৃত্যু হলে স্তী তার বিলম্বিত দেনমোহর আদায়ের জন্য পারিবারিক আদালতে মামলা করে তা আদায় করতে পারেন ।অবশ্যই তা তালাক বা স্বামীর মৃত্যুর ৩ বছরের মধ্যে মামলা করতে হবে । স্বামীর মৃত্যু হলেও বকেয়া দেনমোহর একটি ঋণের মতো । তাই স্বামীর উওরাধিকারীর এটি প্রদানে বাধ্য । তা না হলে মৃত স্বামীর উওরাধিকারীদের বিরুদ্বে মামলা করে দেনমোহর আদায় করা যাবে । কোনো স্তী যদি স্বামীর আগে মারা যায় তাহলে দেনমোহর মাফ হয় না । স্তীর উওরাধিকারীরা এ দেনমোহর পাবে এবং মামলা করার অধিকার রাখে ।

কখন দেনমোহর অর্ধেক দেয়া যায় ?
বিয়ের পর স্বামী স্তীর মধ্যে দাম্পত্য মিলনের আগে বিয়ে বিচ্ছেদ হলে কিংবা স্বামীর মৃত্যু হলে সম্পূর্ন দেনমোহর অর্ধেক দিতে হবে ।

স্তী তালাক দিলে কি দেনমোহর দেয়া লাগে ?
অনেক সময় দেখা যায়, বিয়ে বিচ্ছেদের সময় বলা হয় যদি স্তী ( নিজে উদ্যোগী হয়ে ) স্বেচ্ছায় তালাক দেন তাহলে দেনমোহর পরিশোধ করতে হবে না ।এ ধারনাটি সঠিক নয় । স্বামী বা স্তী যেই তালাক দেন না কেন, দেনমোহরের টাকা অবশ্যই স্তীকে প্রদান করতে হয় ।

কখন দেনমোহর মওকুফ হয় :
স্তী ইচ্ছা করলে তার স্বামী বা স্বামীর উওরাধিকারীদের পক্ষে আংশিক বা সম্পূর্ণ দেনমোহর মওকুফ করে দিতে পারে ।এক্ষেএে কোনো ধরনের প্রতিদান ছাড়াও মওকুফ বৈধ হবে । তবে অবশ্যই মওকুফটি পূর্ণ সম্মতিতে হতে হবে ।

0 comments:

Post a Comment

Thank you !